আবারো বিপাকে পড়লেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার তার বৈবাহিক জীবন নিয়ে নয়, নিজের সাধের জিম নিয়ে বিপাকে পড়েছেন অভিনেত্রী। এবার শ্রাবন্তীর বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো বলছে, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে শুরু হয়েছিল একটি জিমের প্রচারণা। অনেকেই জিমে ভর্তি হয়েছিল শ্রাবন্তীকে দেখে। মোটা অঙ্কের টাকাও জমা দিয়েছিলেন। কিন্তু সেই জিমে কিছুদিন পরেই তালা পড়ে যায়। আর এতেই খেপে যান সবাই। শেষ পর্যন্ত প্রতারণার অভিযোগ দায়ের করা হয় শ্রাবন্তীর বিরুদ্ধে।
কয়েক মাস আগে ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামে জিমটি খোলা হয়। যেখানে ভর্তির জন্য প্রত্যেকের কাছ থেকে ৭ হাজার ৭০০ রুপি করে নেওয়া হয়। আবার পার্সোনাল ট্রেনারের জন্য নেওয়া হয় আরো ৪ হাজার রুপি।
হোলির সময় জিম বন্ধ দেওয়া হয়। এর পর থেকেই আর খোলার নাম নেই। কর্তৃপক্ষের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন গ্রাহকরা। কিন্তু যোগাযোগ না করতে পেরে পুলিশের দ্বারস্থ হন তারা। গ্রাহকদের অভিযোগ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় অভিনেত্রীর কথায় ভরসা করেই তারা ওই জিমে যোগ দিয়েছিলেন।