শ্রীলংকার জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পেলেন ইতিহাসে অন্যতম সেরা পেসার লাসিথ মালিঙ্গাক। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজেই জাতীয় দলের বোলিং স্ট্র্যাটেজি কোচ হিসেবে কাজ করবেন বলে জানিয়েছে লংকান ক্রিকেট বোর্ড।

মালিঙ্গাকে কোচিং প্যানেলে নিয়োগ দেওয়া প্রসঙ্গে লংকান ক্রিকেট বোর্ড জানায়, আমরা আত্মবিশ্বাসী মালিঙ্গা তার বিশাল অভিজ্ঞতার ভাণ্ডার এবং যে ডেথ বোলিংয়ের জন্য তার সুনাম; সেটি বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে ভীষণভাবে সহায়তা করবে।

শ্রীলংকা সফরে দুটি টেস্টের পাশাপাশি, ৫টি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

সদ্য শেষ হওয়া আইপিএলের ফাইনালে খেলা রাজস্থান রয়েলসের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন মালিঙ্গা।