টি-টোয়েন্টি বিশ্বকাপের সিডিনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার শ্রীলঙ্কাকে ৬৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। শুরুতেই ধুঁকতে থাকা নিউজিল্যান্ডের হয়ে একাই লড়ে গেলেন গ্লেন ফিলিপস। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি হাকিয়ে দলকে এনে দিলেন লড়াই করার মতো পুঁজি। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কাও। মাঝে ভানুকা রাজাপক্ষে ও দাসুন শানাকা কিছুটা লড়াই করেও জেতাতে পারেনি দলকে। হারতে হয় ৬৫ রানের বড় ব্যবধানে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে এদিন শুরুতে হোঁচট খায় উইলিয়ামসনের দল। দলীয় ৭ রানে ২ ওপেনারকে হারানোর পর ৮ রানের ব্যবধানে অধিনায়কের উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা। চাপে পড়া দলটিকে এরপর পথ দেখিয়েছেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েছেন ৮৪ রানের জুটি।

২৪ বলে ২২ রান করে মিচেল ফিরলেও রানের চাকা থামতে দেননি ফিলিপস। ৪ ছয় ও ১০ চারে ১০৪ রানে করে শেষ ওভারে আউট হয়ে ফেরেন ফিলিপস। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড করে ১৬৭ রান।

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের চেয়েও বড় বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। ২৪ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই জয়ের আশা ধুলিস্যাৎ হয়ে যায় এশিয়ার চ্যাম্পিয়নদের। ষষ্ঠ উইকেটে শানাকাকে নিয়ে কিছুটা ইনিংস মেরামতের কাজ করেছেন ভানুকা রাজাপাকসে।

২২ বলে ৩৪ রানের ইনিংস খেলে রাজাপাকসে যখন ফার্গুসনের বলে ফিরলেন, ম্যাচ শেষ সেখানেই। এরপর চেষ্টা করেও হারের ব্যবধান খুব বেশি কমাতে পারেননি শানাকা। ১০২ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।