অঘটন দিয়ে শুরু হলো টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর। প্রথম ম্যাচে আইসিসির সহযোগী দেশ নামিবিয়ার কাছে ৫৫ রানে হেরেছে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
রোববার (১৬ই অক্টোবর) গিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও শেষদিকের ঝড়ে ৭ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে নামিবিয়া। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬ রানের মাথায় দুই ওপেনার মাইকেল ভ্যান ও ডিভান লাকে হারায় নামিবিয়া। দলীয় ৩৫ রানের মাথায় পতন হয় তৃতীয় উইকেটের। তবে এরপর প্রতিরোধ গড়েন স্টিফেন বার্ড আর অধিনায়ক ইরাসমাস। চতুর্থ উইকেটে এই জুটি থেকে আসে ৪১ রান। ১২তম ওভারের শেষ বলে ইরাসমাসকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসারাঙ্গা।
দলের খাতায় ১৫ রান যোগ হতে ফেরেন বার্ডও। আউট হওয়ার আগে করেন ২৪ বলে ২৬ রান। পরের ওভারে ডেভিড ওয়াইস ফিরলে বাড়ে আরো বিপত্তি। তবে এরপর রীতিমতো ঝড় তোলেন জন ফ্রাইলিঙ্ক আর জেজে স্মিটস। সপ্তম উইকেটে এই দুজন ৩৪ বলে গড়েন ৭০ রানের জুটি।
ফ্রাইলিঙ্ক ২৮ বলে করেন ৪৪ রান। জেজে স্মিটস ১৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। প্রমোদ মাদুশানে ৪ ওভারে ৩৭ রানে নিয়েছেন দুইটি উইকেট।
চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাটে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ৬ রান করে সাজঘরে ফেরেন কুশাল মেন্ডিস। চতুর্থ ওভারে দুই বলে দুই উইকেট নিয়ে লঙ্কানদের আরো বিপাকে ফেলেন বিন শিকোঙ্গো।
দলীয় ৪০ রানের মাথায় ভুল শট খেলে সাজঘরের পথ ধরেন ধনঞ্জয়া ডি সিলভাও। এরপর ধুকতে থাকা লঙ্কানদের হাল ধরেন ভানুকা রাজাপাকসে ও দাসুন শানাকা। ১১তম ওভারে ভানুকাকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন স্কলজ।
এরপর শানাকা একা লড়াই চালালেও দাঁড়াতে পারেনি আর কোনো লঙ্কান ব্যাটার। শেষ ব্যাটার হিসেবে নামা মহেশ থিকসিনার ১১ আর শানাকার ২৯ রানে তারা কেবল পরাজয়ের ব্যবধানটাই কমাতে পেরেছে। ১৯ ওভার খেলে শ্রীলঙ্কা অলআউট হয় ১০৮ রানে। ডেভিড ওয়াইজ, বার্নার্ড স্কলজ ও ফ্রাইলিঙ্ক নিয়েছেন দুইটি করে উইকেট।