টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে আসরের শুভ সূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে বিবর্ণ শ্রীলঙ্কার সবকটি উইকেট হারিয়ে সব মিলিয়ে মাত্র ৭৭ রান করতে সমর্থ হয়। এটি তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন স্কোর।

টস জিতে ব্যাটিং নেয়া লংকানরা শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত একশর নিচেই গুটিয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৭ রানই শ্রীলংকার সর্বনিম্ন সংগ্রহ।

চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে ফেরা পেস বোলার এনরিখ নরকিয়া ৪ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এছাড়া আরেক পেসার কাগিসো রাবাদা ২১ রানে দুটি ও স্পিনার কেশব মহারাজ ২২ রানে দুটি উইকেট নেন। শ্রীলংকার পক্ষে কুশল মেন্ডিস ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ১৬ রান করেন।

ছোট টার্গেট তাড়া করতে নেমে ২৩ রানের মধ্যে রিজা হেনড্রিকস (৪) ও এইডেন মার্করামকে (১২) হারায় শ্রীলংকা। কুইন্টন ডি কক (২০) ও স্ত্রিস্তান স্টাবস (১৩) স্থিতি আনার পর তারাও বিদায় নেন দলীয় ৫৮ রানের মধ্যে। এরপর হাইনরিখ ক্লাসেন (১৯*) ও ডেভিড মিলার (৬*) অবিচ্ছিন্ন থেকে দলকে জয়ের বন্দরে নোঙর করান। ৪ উইকেট শিকারি নরকিয়া হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।