কাজের অনুমতি না থাকায় শ্রমিক ভিসায় শ্রীলঙ্কায় যাওয়ার সময় ২২ জনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসি ইসিসি) মাধ্যমে দলটি শ্রীলঙ্কায় কাজের জন্য যাচ্ছিল। শনিবার (১ নভেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
সিসিইসিসির রিক্রুটমেন্ট প্রতিনিধি মাহবুব আলম অভিযোগ করেন, দলটির কাছে বিএমইটি সার্টিফিকেট ও উভয় দূতাবাসের অনাপত্তিপত্রসহ সব বৈধ কাগজপত্র ছিল। একই ডকুমেন্টস নিয়ে বাকি আটজন যেতে পারলেও ২২ জনকে “হয়রানি” করা হয়েছে। তিনি জানান, ইমিগ্রেশন থেকে তাদের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) হেড অফিস থেকে ছাড়পত্র আনতে বলা হয়েছে, যা শ্রমিকদের আর্থিক ক্ষতির মুখে ফেলবে।
তবে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন কর্মকর্তা জানিয়েছেন ভিন্ন তথ্য। তিনি বলেন, ওই শ্রমিকদের ভিসায় ‘নো ওয়ার্ক পারমিট’ (কাজের অনুমতি নেই) লেখা ছিল। এ কারণেই তাদের যাত্রা বাতিল করা হয়েছে।


	









