ওমানের মাস্কটে অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সাফল্য পেয়েছে বাংলাদেশ। ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় মোহতাসিম আহমেদ হৃদয় হারিয়েছেন শ্রীলঙ্কা ও সৌদি আরবের প্রতিদ্বন্দ্বীকে।
দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার গামাগি তিসুমের বিপক্ষে হৃদয় জিতেছেন ৩-০ সেটে। অন্য ম্যাচে হৃদয় সৌদি আরবের প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জেতেন ৩-১ সেট ব্যবধানে।
দুই ম্যাচ জিতেই প্রথমবারের মতো প্রতিযোগিতার মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের এই তরুণ। হৃদয়ের এই সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।