আটক ও তল্লাশির ক্ষমতা ছাড়াই আনসার ব্যাটালিয়ন বাহিনী বিল পাশ হয়েছে। বৃহস্পতিবার (দোসোরা নভেম্বর) জাতীয় সংসদে এই বিলটি হয়েছে। সেখানে আনসারকে এই ক্ষমতা দেওয়া হয়নি।
এর আগে গত ২৩ অক্টোবর সংসদে এই বিলটি তোলা হয়েছিল। সেখানে আনসার ব্যাটালিয়নকে অপরাধী আটক ও তল্লাশির ক্ষমতা দেয়ার প্রস্তাব করা হয়েছিল। তাদের এই ক্ষমতা দেওয়ার প্রস্তাবে পুলিশের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি বিলটির এ সংক্রান্ত ধারা সংশোধনের সুপারিশ করে।
উত্থাপিত বিলের ৮ ধারায় বলা হয়েছিল, কোনো ব্যাটালিয়ন সদস্যের সামনে সংঘটিত অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদনক্রমে অপরাধীকে আটক করে অবিলম্বে পুলিশের কাছে সোপর্দ করবে এবং ক্ষেত্র মতো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশক্রমে আটক ব্যক্তির দেহ তল্লাশি; কোনো স্থানে প্রবেশ ও তল্লাশি এবং মালামাল জব্দ করতে পারবে।
তবে বিষয়টি নিয়ে পরে পুলিশের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি বিলটির এ সংক্রান্ত ধারা সংশোধনের সুপারিশ করে।