টানা ২৪ দিন বন্ধ থাকার পর আজ  রোববার (১১ আগস্ট) বিকেল ৩টা থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল নেওয়া শুরু হচ্ছে। এর মাধ্যমে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল স্বাভাবিক হওয়া শুরু করেছে।

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ ও পরবর্তী সময়ে সংঘটিত সংঘাতে পুড়ে যাওয়া দুটো টোলঘর বাদে বাকিগুলোতে স্বাভাবিক টোল কার্যক্রম থাকবে।

এর আগের গেলো তিন-চার দিনও এক্সপ্রেসওয়ে দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন যানচলাচল করেছে। ওই সময় মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করছে। এসময় গাড়িগুলো বিমানবন্দর, কুড়িল ও বনানী র‌্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে আন্দোলন চলাকালে মহাখালী টোলঘরে  আগুন দেওয়া হয়। তারপর থেকেই এতে যান চলাচল বন্ধ হয়ে ছিল।