প্রকল্প শেষ হওয়ার আগেই, বিভিন্ন সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ফোর লেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই বছর পরে সংস্কার করতে হচ্ছে। এজন্য আবার আলাদা প্রকল্প নিতে হচ্ছে। এই ফোর লেন দিয়ে কী হবে।
আজ বুধবার (৮ই ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ ক্ষোভ জানান।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজ শেষ না হতেই দুই বছর পরে সংস্কার করতে হচ্ছে, একই অবস্থা নবীনগর-চন্দ্রা ফোরলেন সড়কেও। এক বছর না যেতেই জোড়াতালি দিয়ে চলতে হচ্ছে। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এভাবে আর চলতে দেয়া হবে না। সড়ক মহাসড়ক নির্মাণে নিম্নমানের কাজ করলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, আমাদের কাজের মতো কাজ করতে হবে। কোয়ালিটির বিষয়ে প্রথমে নজর দিতে হবে। আমাদের রাস্তাগুলো রক্ষা করতে হবে। ২৮টি লোড কন্ট্রোল স্টেশন হওয়ার কথা। কিন্তু এটা কবে হবে কেউ জানে না। আমরা রাস্তাগুলো রক্ষা করতে পারছি না। কিছুদিন পরে রাস্তা নষ্ট হচ্ছে। রাস্তা রক্ষা করতে যা দরকার তা করতে হবে। ২৮টি এক্সেল লোড কন্ট্রোল স্টেশন স্থাপন করতে হবে।
এসময় নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ করতে ঠিকারদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন ওবায়দুল কাদের।