রাজধানীর শ্যামলীতে ট্রাকের চাপায় নিহত হয়েছে ট্রাফিকের দায়িত্বে পালন করা এক শিক্ষার্থী। দুপুর ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায় সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এক পর্যায়ে ঘাতক ট্রাক চালক পালাতে গেলে অন্য শিক্ষার্থীরা ধরে ফেলে। তারপর টহলে থাকা সেনাবাহিনীর কাছে ট্রাক চালককে তুলে দেন শিক্ষার্থীরা।