সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে এই আদেশ কার্যকর হবে। আজ রবিবার (৪ঠা আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভুঞা স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সান্ধ্য আইন চলাকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম, সকল দপ্তর ও শাখা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। প্রধান বিচারপতি জরুরি বিষয়ে প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।”

এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৫ অগাস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারিক ও দাপ্তরিক কাজ বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে প্রধান বিচারপতি যেকোনো সময় জরুরি বেঞ্চ গঠনপূর্বক বিচারকার্য পরিচালনার আদেশ প্রদান করবেন।”

আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৫ অগাস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহে বিচারিক ও দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।

জরুরি প্রয়োজনে প্রধান বিচারপতি যেকোনো সময় যেকোনো আদালতকে বিচারকার্য পরিচালনার আদেশ দেবেন।

এ ক্ষেত্রে মুখ্য মহানগর হাকিম ও মুখ্য বিচারিক হাকিম আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বরত থাকবেন। সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় রোববার সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে কারফিউ ঘোষণা করেছে সরকার। আর সোম থেকে বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।