মাত্র ১০ দিনের ব্যবধানে আবারো বেড়েছে স্বর্ণের দাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে গেছে ২ হাজার ৬৫ টাকা। ফলে এখন থেকে এক ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। যা একটা নতুন রেকর্ড।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানাচ্ছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পাকা স্বর্ণের দাম বাড়ার কারণেই তারা নতুন দাম নির্ধারণ করেছেন।
মাত্র ১০ দিন আগে গত ৮ এপ্রিল সবশেষ বাড়ানো হয়েছিলো স্বর্ণের দাম। ওই দিন থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিলো। তখন ওটাই ছিলো এ দেশে স্বর্ণের রেকর্ড দাম। অর্থ্যাৎ মাত্র ১০ দিনের ব্যবধানেই দুই বার রেকর্ড তৈরি করলো স্বর্ণের দাম।
এদিকে, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ২০২ টাকা আর ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৫৬ টাকা বাড়িয়ে ৯৭ হাজার ৮৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৩৮৮ টাকা কমিয়ে ৭৮ হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়েছে।
যেহেতু বাজুস নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গহনা বিক্রি করা হয়, সোনার গহনা কিনতে ক্রেতাদের এর থেকে বেশি অর্থ গুনতে হবে। সেইসঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় নূন্যতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের ১ লাখ ২৯ হাজার ১১৯ টাকা গুনতে হবে।