আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের সার্বিক পরিবেশ স্থিতিশীল রাখতে অন্তর্বর্তী সরকার যতদিন চাইবে সেনাবাহিনী ততদিন মাঠে দায়িত্ব পালন করবে। আজ ঢাকায় সেনাসদরের সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়- বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খরা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সশস্ত্রবাহিনী কাজ করছে। সার্বিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারের তথ্য তুলে ধরে সেনাবাহিনী।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর মাঠ পর্যায়ে সেনাবনিহীর কার্যক্রমের সবশেষ অবস্থা তুলে ধরতে বুধবার ঢাকা সেনানিবাসের অফির্সাস মেসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সার্বিক বিষয় তুলে ধরেন সেনাসদরের মিলিটারী অপরাশেনস ডাইরেক্টরেট এর কর্নেল  স্টাফ, কর্নেল ইন্তেখাব হায়দার খান।

সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা, মানুষের জানমালের নিরাপত্তা, শিল্পকারখানা সচল রাখাসহ বিভিন্ন কাজে সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরা হয়।

কর্নেল ইন্তেখাব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ পর্যন্ত ছয় হাজার এর অধিক অবৈধ অস্ত্র এবং ২ লক্ষ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে প্রায় আড়াই ২ হাজার ব্যক্তিকে।

লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কর্নেল ইন্তেখাব। জানান, অন্তর্বর্তী সরকার যত দিন চাইবে, ততদিন বেসামরিক প্রধাসনের সহায়তায় কাজ করবে সেনাবাহিনী।

সরকারের বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে সেনাবাহিনী তার দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ বলেও জানান সেনাসদরের মিলিটারী অপরাশেনস ডাইরেক্টরেট এর কর্নেল স্টাফ