তুরস্কে ইসলামিক সলিডারিটি গেমসের আর্চারিতে নারীদের দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। তুরস্কের কনিয়া শহরে নারীদের দলগত কমপাউন্ড ইভেন্টে ১০ জনের মধ্যে স্বাগতিক দেশের ৩জন এবং বাংলাদেশের ৩ জন আর্চার ছিলেন। বাকিরা উপস্থিত না থাকায় বাংলাদেশ এবং তুরস্ক ফাইনালে উঠে।
নারীদের এই ইভেন্টে বাংলাদেশ দলে খেলেছেন শ্যামলী রায়, রোকসানা আক্তার ও পুষ্পিতা জামান। আগামী ১৭ই আগস্ট নারীদের দলগত ইভেন্টের ফাইনাল হবে। ফাইনালে ওঠায় বাংলাদেশের অন্তত একটি পদক নিশ্চিত হলো।
এছাড়া পুরুষ এবং নারী এককে বাংলাদেশের আর্চাররা বাছাইপর্ব পেরিয়েছেন।