দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছাপ্রকাশ করা সাকিব আল হাসানকে নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ। ভারত সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ।

বিসিবি আজ এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এক পরিবর্তন বলতে খালেদ আহমেদের বাদ পড়া। যিনি সবশেষ ভারত সিরিজের দলে ছিলেন।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডারে থাকছেন সাদমান ইসলাম, জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। জয় অবশ্য ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই টেস্টের এক ম্যাচেও একাদশে ছিলেন না।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, জাকের আলী অনিক