ক্রিকেটার সাকিব আল হাসানের ওপর জনগনের ক্ষোভ থাকলে তাকে নিরাপত্তা দিয়েও লাভ হবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেস্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। তিনি বলেন, জনগনের ক্ষোভের কারণে শেখ হাসিনাকেও পালাতে হয়েছে।

ক্রীড়া উপদেষ্টা বলেন, রাষ্ট প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দেবে। খেলোয়াড় হিসাবেও সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে যদি সাকিবের বিরুদ্ধে জনগণের ক্ষোভ থাকে তাহলে তার নিজেরই দায়িত্ব হবে এ বিষয়ে বক্তব্য দিয়ে তার অবস্থান পরিস্কার করা।

আসিফ মাহমুদ মনে করিয়ে দেন, এরই মধ্যে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, হত্যা মামলায় এখন যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে তদন্তে তাদের সংশ্লিষ্টতা না পেলে তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেয়া হবে।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছেন সাকিব আল হাসান। তার আগে নিশ্চয়তা চেয়েছেন, বাংলাদেশে সিরিজ খেলে যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন পরিবারের কাছে। সেই সঙ্গে আছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হিসেবে বাংলাদেশে তাঁর নিরাপত্তার প্রশ্নও।

তবে আপাতদৃষ্টে মনে হচ্ছে, কানপুরের বৃষ্টিবিঘ্নিত টেস্টই হয়ে থাকবে সাকিবের শেষ টেস্ট। ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা তাঁর পূরণ নাও হতে পারে। কারণ, নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বলেছেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’