সাড়ে ৩ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে ওঠায় দাম নিয়ন্ত্রনে রাখতে আজ রবিবার (৭ ডিসেম্বর) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

এদিকে আমদানির খবরে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০ টাকা। ১১০ টাকা কেজি দরের মুড়ি কাটা পেঁয়াজ আজ বিক্রয় হচ্ছে ৮০ টাকা কেজি দরে। দেশীয় শুকনো ১৩০ টাকা দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। ভারতীয় পেঁয়াজ প্রতি মেট্রিক টন ৪১০ মার্কিন ডলারে শুল্কায়ন করা করা হচ্ছে।

রবিবার ৪ টা ২০ মিনিটে ভারত থেকে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে পেঁয়াজ আমদানি কার্যক্রম শুরু হয়। একটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানি অনুমতি দেয়। এরপর আমদানি সংক্রান্ত কার্যক্রম শেষে আজ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানি বাড়লে পেঁয়াজের দাম আরো কমে আসবে।

সবশেষে চলতি বছরের ১৪ আগস্টে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল।