সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, রাত ৩টায় শান্তিনগরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে আন্দোলন পরবর্তী সহিংসতায় থানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাবেক এই মন্ত্রীকে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এদিকে, গত ৫ আগস্ট সরকারের পতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে অর্ধশতাধিক হত্যা মামলা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে।

এসব মামলায় এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ক্ষতাচ্যুত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী।