ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি ব্যারিষ্টার শাহজাহান ওমরকে ঝালকাঠির রাজাপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২৩ সালের চৌঠা ডিসেম্বর জেলার কাঠালিয়ার বিএনপি অফিস ভাংচুর এর ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতে হাজির করা হয়। এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফরোজা বিনতে শহীদ, শাহজাহান ওমরের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এদিকে শাহজহান ওমরকে আদালতে হাজির করা হলে বিএনপির নেতাকর্মীরা তাকে লক্ষ করে ডিম ও জুতা ছুড়ে মারে। কড়া নিরাপত্তায় তাকে আদালত থেকে ঝালকাঠি কারাগারে নেয়া হয়।