নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হেলালুদ্দীনকে কোতোয়ালী থানার পুলিশ আটক করেছে। তিনি এখন কোতোয়ালী থানায় রয়েছেন।’
কোতোয়ালী থানা সূত্র জানায়, ডিএমপির অনুরোধে হেলালুদ্দীনকে খুলশী এলাকা থেকে আটক করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে ডিএমপিতে হস্তান্তর করা হবে।
জানা গেছে, মামলা হওয়ার পর আত্মগোপন করে ওই এলাকার একটি ভবনে ছিলেন সাবেক এই সিনিয়র সচিব। হেলালুদ্দীন আহমদ ২০২২ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসরে যান। এর আগে তিনি ইসি সচিব ছিলেন। গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম আদালতে মুক্তিযোদ্ধা একরামুল করিম নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের অভিযোগে চট্টগ্রামের আদালতে একটি মামলা করেন। সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের আসামি করে ওই মামলায় তাদের বিরুদ্ধে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। মামলাটি আদালত পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের অংশ হিসেবে অন্যতম এ আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।