ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাচ্ছের খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। শনিবার ( ১৪সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।
পুলিশ সুপার বলেন, ঢাকা জেলার আশুলিয়া থানায় করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে রাত সাড়ে তিনটার দিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে তাকে আদালতে পাঠানো হবে।
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি ছাড়াও দলটির অনেক শীর্ষ নেতা দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। যারা বিদেশ যেতে পারেননি তারা সবাই ‘আত্মগোপন’ করেছেন। এদের মধ্যে কেউ কেউ ‘দেশ ছাড়ার চেষ্টাকালে’ গ্রেফতার হয়েছেন। আবার কেউ বিভিন্ন জেলায় গ্রেফতার হয়েছেন।