অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নানা ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকারের দোসররা দেশে অস্থিরতা সৃষ্টি করে বর্তমান সরকারকে বিপাকে ফেলতে চাইছে।’

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

বিএনপির মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটানো হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টের চেষ্টা এখনও চলছে। পার্বত্য চট্টগ্রামের ঘটনা বিচ্ছিন্ন কিছু না, ভূ-রাজনীতিসহ নানা ইস্যু জড়িত। সরকারের উচিত রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করা। ভারত থেকে শেখ হাসিনার বক্তব্যও এখানে প্রভাবিত করছে।

শেখ হাসিনাকে দেশের আদালতে বিচার করতে হবে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশের আদালতে বিচার করতে হবে। সত্যিকার অর্থে রাজনীতিবিদ হলে তার আদালত ফেস করা উচিত।

অন্তর্বর্তী সরকারের বড় অভাব হলো রাজনৈতিক শক্তি। সে অভাবটাই কিছুটা রাজনৈতিক শূন্যতা তৈরি করে। সুযোগ সন্ধানীরা সুযোগ নিতে চাচ্ছে বিভিন্নভাবে। এটা একটা সমস্যা। খুব দ্রুত তাদের কাছে কিছু আশা করা ঠিক হবেনা।

তিনি বলেন, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে হবে। তবে ভালো লোকগুলোকে সংস্কারের দায়িত্ব দেয়া হয়েছে। মানুষের অংশগ্রহণ না থাকলে সংস্কার কাজে আসবেনা। শিক্ষাব্যবস্থারও পরিবর্তন দরকার। রাজনৈতিক সরকারের বিকল্প নেই। হত্যাকারীদের সাথে রেখে ভালো কাজ সম্ভব নয়।

তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় চাইলেও থাকতে পারবেনা। তখন বড় রকমের সমস্যা তৈরি হবে বলেও জানান মির্জা ফখরুল।