দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলসহ বিভিন্ন দাবিতে বিএনপি জোটের ডাকা ‘কালো পতাকা’ মিছিল কর্মসূচি থেকে যেকোনো ধরনের নৈরাজ্য ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারাদেশে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনগুলো।
গত শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশ থেকে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেছিলেন।
জানাগেছে, বিএনপি-জামায়াতের সন্ত্রাস-সহিংসতা ঠেকাতে দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আগের মতোই দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও রাজপথে থাকবেন। ইতোমধ্যে তাদের এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ নেতাদের দাবি, কেউ যেন আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যেই তাদের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন।