বিস্ফোরক ও মাদক শনাক্ত করতে সক্ষম প্রশিক্ষিত কুকুর দিয়ে ডগ স্কোয়াডের যাত্রা শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি)। আজ রোববার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াডের উদ্বোধন করবেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।

এ সময় তিনি জানান, ৯টি কুকুরের মধ্যে চারটি বিস্ফোরক ও পাঁচটি মাদক শনাক্তে প্রশিক্ষণ প্রাপ্ত। নেদারল্যান্ডস থেকে আনা কুকুরগুলো এতোদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কে-নাইন ইউনিটে যুক্ত ছিল। সেখান থেকে গত ২০শে ডিসেম্বর সিএমপিতে পাঠানো হয়। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, পাঁচ তারকা হোটেল, আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনার নিরাপত্তা ও মাদকের বিস্তার প্রতিরোধে এই ডগ স্কোয়াড সিএমপিতে যুক্ত হয়েছে।

থার্টি ফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিএমপি টহল, চেক পোস্টসহ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।