সাম্প্রতিক সময়ে টেস্ট সংস্করণে বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা মোটেও ভালো যাচ্ছেনা। তবে ক্যারিবিয়ান সফরে ব্যর্থতার এই বৃত্ত থেকে বেরিয়ে সবার সামনে নিজেদের প্রমাণ করতে চান টাইগারদের টেস্ট ফরম্যাটের দলপতি সাকিব আল হাসান। সিরিজে ভালে করতে যেকোন চ্যালেঞ্জ নিতেও তৈরি তার দল। অ্যান্টিগায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে খেলতে নামার আগে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন দেশসেরা এই অল রাউন্ডার।

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের ব্যর্থতার পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের রেশ এখনো কাটেনি। এরমধ্যেই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে। অ্যান্টিগায় টাইগারদের স্মৃতিটা মোটেও সুখকর নয়। এখানে সবশেষ টেস্ট ম্যাচে এক ইনিংসে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ, যেটা এখন পর্যন্ত সাকিবদের সর্বনিম্ন স্কোর।

টেস্ট ক্রিকেটে এমন বর্ণহীন পরিস্থিতিতেই তৃতীয় মেয়াদে দলের দায়িত্ব নিয়েছেন সাকিব আল হাসান। তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরটিকে দেখছেন সবাইকে ভুল প্রমাণ করার সুযোগ হিসেবে। এই সিরিজে ভালো করতে তার দল যেকোন চ্যালেঞ্জ নিতে তৈরি বলেও জানান সাকিব।

অ্যান্টিগায় সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব আরও বলেন, নিজের ফিটনেস ও ফর্ম নিয়ে চিন্তিত নয় বরং দল কিভাবে ভালো করবে সেটাই ভাবছেন তিনি। ভালো করতে দলের তরুণ খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন অধিনায়ক। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে খেলতে হবে সেখানকার বৈরী প্রাকৃতিক পরিবেশকে মোকাবেলা করে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।