উয়েফা কনফারেন্স কাপ ফুটবলের শিরোপা জিতেছে এএস রোমা। ফাইনালে ডাচ ক্লাব ফেইনর্ড রটার্ডামকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসের পাতায় উঠে এসেছে ইতালিয়ান ক্লাবটি। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মত কোন ইউরোপিয়ান ফুটবলের শিরোপা জয় করলো রোমা। দলটির কোচ জোসে মরিনিও গড়েছেন আরেক রেকর্ড। ইতিহাসে প্রথম ও একমাত্র কোচ হিসেবে তিনি জিতে নিলেন দু’বার চ্যাম্পিয়ন্স লিগ, দু’বার ইউরোপা লিগ এবং একবার কনফারেন্স লিগের শিরোপা।
বুধবার (২৫ মে) ডাচ ক্লাব ফেয়েনুর্দকে ১-০ ব্যবধানে হারিয়েছে ইতালিয়ান ক্লাব রোমা। ম্যাচের ৩২ মিনিটে একমাত্র গোলটি করেন নিকোলো জানিওলো। আলবেনিয়ার তিরানায় মাঠে গড়ানো এই ফাইনালে মরিনহোর দল রোমা খেলেছে বাজে ফুটবল। পুরো ম্যাচে পাস মোটে ২৮৯টা, প্রতিপক্ষ গোলমুখে শট মাত্র তিনটি, সবকটিই আবার এসেছে প্রথম ৪৫ মিনিটেই। তবে তার একটিই জড়িয়ে গেছে জালে। ম্যাচের ৩২ মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো জিয়ানলুকা মানচিনির লং বল দখলে নিয়ে দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে বলটা জালে জড়িয়ে দেন জানিওলো।
তাতে একটা ইতিহাসও গড়েন তিনি। ২২ বছর ৩২৭ দিন বয়সে এই গোল করে তিনি বনে যান ইউরোপীয় কোনো ফাইনালে গোল করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ইতালিয়ান ফুটবলার। ১৯৯৭ সালে আলেসান্দ্রো দেল পিয়েরো যখন গোল করেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে, তখন তার বয়স ছিল ২২ বছর ২২০ দিন।
বাকি কাজটা পরের অর্ধে সেরেছে রোমার রক্ষণ। আরেকটু স্পষ্ট করে বললে পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিও আর ডিফেন্ডার ক্রিস্টোফার স্মলিং। গোল হজম করে পিছিয়ে পড়া ফেয়েনুর্দ যখন একের পর এক গোলের সুযোগ সৃষ্টি করে যাচ্ছিল সমতা ফেরানোর জন্য, তার একেকটা বার বার এসে ঠেকেছে এই দুজনের কাছে। দ্বিতীয়ার্ধের পুরোটাতেই দেখা গেছে এমন দৃশ্য।
তাতেই এই এক গোলের লিড ধরে রেখে কনফারেন্স লিগের ফাইনালটা জিতে নেয় রোমা। স্মলিং জেতেন ম্যাচসেরার পুরস্কার। প্রথম কনফারেন্স লিগের শিরোপা জিতে রোমা ওঠে যায় ইতিহাসের পাতায়।