সিরিয়ায় মার্কিন বাহিনীর হামলায় ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় চার মার্কিন সেনা এবং মার্কিন বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত এক কুকুর আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার(১৭ ফেব্রুয়ারি)আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গোপন তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও হোয়াইট হাউস।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৬ই ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সামরিক হেলিকপ্টার দিয়ে মার্কিন সামরিক বাহিনী হামলা চালায় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড ও হোয়াইট হাউস। এই হামলায় নিহত ওই আইএস শীর্ষ কর্মকর্তার নাম হামজা আল-হোমসি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে আরও বলা হয়, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেন, আল-হোমসি ‘পূর্ব সিরিয়ায় গোষ্ঠীর মারাত্মক সন্ত্রাসী নেটওয়ার্কের তদারকি করছিলেন’।
মার্কিন সেন্ট্রাল কমান্ড কর্মকর্তারা জানান, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর সাথে সমন্বয় চালানো হামলায় লক্ষ্যবস্তুতে বিস্ফোরণের ফলে এই সময় চার মার্কিন সেনা সদস্য এবং একটি কর্মরত কুকুর আহত হয়। তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল। ইরাকের একটি মার্কিন সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের।
সোমালিয়ায় মার্কিন বাহিনী আইএসআইএল নেতা বিলাল আল-সুদানীকে হত্যা করার এক মাসেরও কম সময়ের মধ্যে এই অভিযান পরিচালনা করেছে মার্কিন বাহিনী। এর আগে ২০১৯ সালে উত্তর সিরিয়ায় একটি অভিযানে আইএসআইএল-এর প্রথম শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদিকে হত্যা করে মার্কিন বাহিনী।