উত্তর সিরিয়ার আলেপ্পো শহরে ইসরায়েলি হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাঁচ সদস্যসহ ৩৮ জন নিহত হয়েছেন। দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। শুক্রবার (২৯ মার্চ) ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাঁচজন সদস্যও রয়েছে।
আজ শুক্রবার এক বিবৃতিতে সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার কথা নিশ্চিত করেছে। তারা জানায় স্থানীয় সময় রাত পৌনে ২টার দিকে আলেপ্পোর গ্রাম এলাকায় কয়েকটি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল।
প্রসঙ্গত, ইসরায়েল বছরের পর বছর ধরে সিরিয়ায় হামলা চালিয়েছে, বিশেষ করে দেশটির পূর্ব, দক্ষিণ এবং উত্তর-পশ্চিমাঞ্চলের পাশাপাশি রাজধানী দামেস্কের আশেপাশের শহরতলিতে, যেখানে হিজবুল্লাহসহ ইরানের সমন্বিত গোষ্ঠীগুলো প্রভাব বিস্তার করে।