ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধরের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জানিয়ে চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিতে আহ্বান রাখেন স্বাস্থ্য উপদেষ্টা।
রোববার বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসে দায়ীদের শাস্তি দেওয়ার আশ্বাস দিয়ে শাটডাউন প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা জনান, বিভিন্ন হাসপাতালে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে দুইটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এর মধ্যে একটি তদন্ত করবে চিকিৎসায় গাফিলতি এবং অন্যটির কাজ হবে চিকিৎসকদের ওপর হামলার তদন্ত করা। দ্রুত সময়ের মধ্যে এই দুই তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান নূরজাহান বেগম।
তিনি বলেন, যে কোন অবস্থায় চিকিৎসকদের ওপর হামলা করে আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। যথাযথ উপায়ে অভিযোগ করেই কেবল দোষী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে।
তিনি আন্দোলনরত চিকিৎসকদের প্রতি শাটডাউন তুলে নেওয়ার আহ্বান জানান।