সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত সম্পর্কের পথে বড় অন্তরায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে ১ সেপ্টেম্বর স্বর্ণা দাশ নামে এক কিশোরী নিহত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘সীমান্ত হত্যা দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করে। যখন ভারতের সঙ্গে সম্পর্কের সোনালি অধ্যায় বলা হতো, তখনো সীমান্ত হত্যা হতো।’
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও গণমাধ্যমে যে আলোচনা চলছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, বিষয়টি স্পর্শকাতর। অনুমানের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু করতে পারবে না। আর এটা যাচাই–বাছাইয়ের দায়িত্বও এই মন্ত্রণালয়ের নয়।
দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট বিভাগ চাইলে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করবে। উপদেষ্টা জানান, রাষ্ট্রপতির এ বিষয়টি নিয়ে তিনি কথাও বলতে চান না।