আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ’র যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। দু’দলই ১টি করে পয়েন্ট পাওয়ায় সুপার এইট সম্ভাবনা শেষ হয়ে গেছে পাকিস্তানের।
শুক্রবার (১৪ জুন) লডারহিলের সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আইরিশদের বিপক্ষে মাঠে নামার কথা ছিলো যুক্তরাষ্ট্রের। সেই ম্যাচের দিকে তাকিয়ে ছিলো পাকিস্তানও। কারণ এই ম্যাচে আইরিশদের জয়ের পাশাপাশি নিজেদের শেষ ম্যাচ বড় ব্যবধানে জিতলেই সুপার এইটে প্রবেশ করতে পারতো বাবর আজমের দল।
পাকিস্তানের সুপার এইটের সমীকরণ মেলাতে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি আয়ারল্যান্ডের বিপক্ষে হারতে হতো যুক্তরাষ্ট্রকে। তবে শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়রা। এতে ১ পয়েন্ট পায় যুক্তরাষ্ট্র।
গ্রুপ পর্বে ৪ ম্যাচে দুই জয় এবং এক ড্রতে মোট ৫ পয়েন্ট সুপার এইট নিশ্চিত হয় স্বাগতিকদের। সেই সঙ্গে ২০২৬ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছে তারা।
শুক্রবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। তবে ম্যাচের আগে থেকেই শুরু হয় বৃষ্টি। তবে এই ম্যাচের দৈর্ঘ্য কমে ৫ ওভারে নেমে এসেছিল। রাত ১২টা ১৬ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও, শুরু হয় আবারও বৃষ্টি।
এরপরই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়ার। এতে ওয়ানডে বিশ্বকাপের মতো টি-টোয়েন্টিতেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হার এবং ভারতের বিপক্ষে ১১৯ রান করতে না পারার আক্ষেপ ভালোভাবেই টের পাচ্ছে বাবর-রিজওয়ানরা।
পাকিস্তানের শেষ ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ভালো কিছু করে বিশ্বকাপ করতে চাইবে দ্য গ্রিন ম্যানরা।