সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে ‘চীনের হাওয়াই’ খ্যাত পর্যটন দ্বীপ হাইনান। শুক্রবার (৬ই সেপ্টেম্বর) আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির প্রভাবে বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ২৪৫ কিলোমিটার বা ১৫২ মাইল। এখনো বিদ্যুতহীন হয়ে আছে পুরো অঞ্চল। বেরিলের পর ২০২৪ সালের দ্বিতীয়-সর্বোচ্চ শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় এটি।
সুপার টাইফুনটি চলতি সপ্তাহের শুরুতে ফিলিপাইনে উত্তরাঞ্চলে আঘাত হানে। এর তাণ্ডবে দেশটিতে ১৬ জনের মৃত্যু হয়। এরপর এটি দ্বিগুণেরও বেশি শক্তি নিয়ে শুক্রবার বিকেলে চীনের হাইনানের ওয়েনচাং শহরে আঘাত হানে।
ঘূর্ণিঝড় আঘাত হানার আগে চীনের এই অঞ্চলে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শুক্রবারের মধ্যে হাইনানে অন্তত ৪ লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। ঘূর্ণিঝড়টি এখন গুয়াংডং প্রদেশের দিকে এগোবে বলে মনে করা হচ্ছে।
এদিকে হংকংয়ে ইয়াগির প্রভাবে ভারি বৃষ্টিপাতের পরপরই টাইফুন সতর্কতা কমিয়ে আনা হয়েছে। ঝড়টি হংকং শহর থেকে ৪০০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করেছে। এছাড়া শুক্রবার হংকংয়ের স্টক এক্সচেঞ্জে লেনদেন স্থগিত এবং স্কুল বন্ধ ছিল। আবহাওয়ার কারণে শহরে পাঁচজন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।