সকলের জন্য সুপেয় পানি নিশ্চিত করা ও পয়নিষ্কশন সংকট সমাধানের প্রতিশ্রুতি নিয়ে শেষ হলো জাতিসংঘের তিন দিনব্যাপী পানি সম্মেলন। নিউইয়র্কে অনুষ্ঠিত এই সম্মেলনে ২০৩০ সালের মধ্যে পানি খাতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। সমাপনী বক্তব্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, এই সম্মেলনের প্রতিশ্রুতি বিশ্ব মানবতাকে পানির সুরক্ষিত ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া।
বর্তমানে সুপেয় পানির কষ্টে আছে বিশ্বের অন্তত ২৩০ কোটি মানুষ। এমন বাস্তবতায় নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তিনদিন ব্যাপী পানি সম্মেলনে সুপেয় পানি নিশ্চিত করা ও পয়নিষ্কাশন সংকট সমাধানের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। পানি সংকট মোকাবিলায় সম্মেলনে প্রায় ১০ হাজার সরকারি ও বেসরকারি কর্মকর্তারা সরাসরি ও অনলাইনে যোগ দেন।
সম্মেলনে পানি সংকটের পাশাপাশি জোরপূর্বক অভিবাসন, জলবায়ু পরিবর্তন, সুস্বাস্থ্য, দারিদ্র হ্রাস এবং খাদ্য নিরাপত্তার সাথে পানির গুরুত্বপূর্ণ সংযোগ নিয়ে আলোচনা হয়। ২০৩০ সালের মধ্যে পানি সংকট সমাধানে নেয়া পরিকল্পনা বাস্তবায়নে একটি নতুন গ্লোবাল ওয়াটার ইনফরমেশন সিস্টেম ডিজাইনও চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংক ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী পানি খাতে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পানি খাতে ১১শ’ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এছাড়াও, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ পানি সংকট মোকাবিলায় শত শত কোটি ডলার বাজেট ঘোষণা করে।
সমাপনী বক্তব্যে জাতিসংঘ মহাসচিব বলেন, এই সম্মেলন ভবিষ্যতে নিরাপদ পানির নিশ্চয়তার প্রতিশ্র“তি দিয়েছে। জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী বিশুদ্ধ পানি এবং পয়নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান তিনি।