জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ সুপ্রিম কোর্ট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নং III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৪ জুলাই (সোমবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিচের স্থানগুলোতে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।

স্থানগুলো হলো: প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (১ ও ২) এর প্রবেশপথ, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখভাগ।

এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে হঠাৎ করে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ জানানো হয়েছে।