‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’ উদযাপন করছে সংগীতশিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারা’। পহেলা বৈশাখ উপলক্ষে রোববার ভোরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের প্রবীণ ও জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়।
আজ রোববার (১৪ই এপ্রিল) সকাল ৬টা বাজার কিছুক্ষণের মধ্যেই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তবলা আর সেতারের সুরের মূর্ছনায় ভরে উঠে। এর কিছু পরেই হাজারেরও বেশি কণ্ঠে সুরের মূর্ছনায় বঙ্গাব্দ ১৪৩১ এর নতুন সূর্যকে স্বাগত জানায়। এক যুগ ধরে তারা এ আয়োজন করে আসছে। এটি পরিচালনা করেন সুরের ধারার অধ্যক্ষ বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
নতুন বছরে পৃথিবীতে হানাহানি, যুদ্ধের মত দূষিত আবহাওয়া থেকে পৃথিবীকে মুক্ত করে সুন্দর, শান্তিময় ও বাসযোগ্য করার অঙ্গীকার করেন বিশিষ্টজনেরা।
সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক- এমন ভাবনাকে কেন্দ্র করে হাজারও কণ্ঠে বর্ষ বরণের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে কেবল সুরের ধারা নয়, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা অংশ নিয়েছেন। এমনকি কলকাতা থেকেও শিল্পীরা এসেছেন। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সকলের মিলিত প্রয়াসে হাজারো কণ্ঠে নববর্ষকে আবাহন করা।’
তিনি আরও বলেন, ‘এই সময়ের পৃথিবী হানাহানি, যুদ্ধ এবং হিংসায় উন্মত্ত। এই নতুন বছর আমাদের সমস্ত দুষিত আবহ থেকে মুক্তি করুক। আমরা একটি সুন্দর পৃথিবীতে বাস করি, একটি সুন্দর পৃথিবী তৈরি করার প্রতিজ্ঞাই হোক এবছর সকলের প্রতিজ্ঞা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা সহ সব শ্রেণী পেশার মানুষ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, বার্জারের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী, সিনিয়র হেড অব ক্যাটাগরি হেয়ার অ্যান্ড কেয়ার সাবিত শফিউল্লাহ, ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন এবং ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
গত এক যুগ ধরে আয়োজন করা হচ্ছে সুরের ধারা চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান। অনলাইনে রেজিস্ট্রেশন এবং অডিশনের পর আজ মূল অনুষ্ঠানে অংশ নিচ্ছেন শিল্পীরা। এবারের আয়োজনে অংশ নিচ্ছেন সুরের ধারা অনুষ্ঠানের নিয়মিত শিশু শিল্পীরাও। মহড়ায় শিল্পীদের সার্বিক নির্দেশনা দিচ্ছেন ভারতীয় সংগীত তত্ত্বাবধায়ক পুলক সরকার।
শিল্পীদের কণ্ঠে বর্ষবরণের পাশাপাশি আয়োজন করা হয়েছিল বৈশাখী মেলার। মেলায় ছিল বাঙালির হাজার বছরের ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো স্টল।