রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অভিযান চালানোর মধ্যে সেম নদীর ওপর কৌশলগত দিকে থেকে গুরুত্বপূর্ণ একটি সেতু ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। ক্রেমলিন ওই সেতু ব্যবহার করে সেনা সরবরাহ করে আসছিল, এটি ধ্বংস হওয়ায় সেই কাজ ব্যাহত হতে পারে। খবর বিবিসির
রুশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কুরস্কের গ্লুশকোভো শহরের কাছে অভিযানের ফলে স্থানীয় জেলার কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেতুটি ক্রেমলিন তার সৈন্য সরবরাহের কাজে ব্যবহার করেছিল। সেতুটি ধ্বংস হওয়ায় এখন সেনা সরবরাহের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে।
দুই বছরেরও বেশি সময় আগে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। তবে এবারই প্রথম রাশিয়ার সবচেয়ে গভীরে অনুপপ্রবশে করে অভিযান চালাচ্ছে ইউক্রেন। যা দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে।
এদিকে, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ যেন বেলারুশে ছড়িয়ে না পড়ে সেই জন্য দেশ দুইটির নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করা উচিত।
রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র এ মন্তব্য করেছেন। এই সময় অগাস্টের ৬ তারিখ থেকে শুরু হওয়া রাশিয়ায় ইউক্রেনের অনুপ্রবেশের ঘটনারও সমালোচনা করেন লুকাশেঙ্কো। ওইদিন হাজার হাজার ইউক্রেনীয় সেনা সদস্য রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় অনুপ্রবেশ করেন।