উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক ও দুর্নীতি দমনে পুলিশকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে পুলিশকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশকে উন্নত ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে দেশের শান্তি ও স্থিতিশীলতা একান্ত প্রয়োজন।’
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
এ বছর পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য-‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’। রাজধানীর রাজারবাগে পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহের বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অশ্বারোহীদল প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
এরপর মঞ্চে দাঁড়িয়ে পুলিশ সদস্যদের সুসজ্জিত মার্চ পাস্ট দেখেন এবং অভিবাদন গ্রহণ করেন।
বাহিনীতে বীরত্বপূর্ণ অবদান রাখায় নির্বাচিত পুলিশ সদস্যদের পুলিশ পদক ও রাষ্ট্রপতি পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীনতা সংগ্রামে পুলিশ বাহিনীর ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, পুলিশ জনগণের বন্ধু। সেবার মনোভাব নিয়ে তাদের কাজ করতে হবে।
তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি জামায়াত পুলিশ হত্যা করেছে, সম্পদ নষ্ট করেছে। সে সময় পুলিশের সহনশীল ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশ বাহিনীকে আরো আধুনিক ও স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান।