লা লিগায় অল্পের জন্য বেঁচে গেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (২১শে অক্টোবর) রাতে সেভিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র’য়ে হার এড়িয়েছে মাদ্রিদিস্তানরা। ম্যাচ ড্র করে পয়েন্ট খুইয়েছে রিয়াল মাদ্রিদ। অবশ্য রামোসের সেভিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগির দিনে আবারও বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন রিয়ালের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের শুরুতেই নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে থাকে রিয়াল। তাতে তৃতীয় মিনিটেই সেভিয়ার জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন ফেদে ভালভার্দে। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ২৪ মিনিটে দারুণ সুযোগ কাজে লাগাতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। ৩৪ মিনিটে সেভিয়াকে বাঁচান রিয়ালের সাবেক অধিনায়ক সার্জিও রামোস। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই আর গোলের সুযোগ পায়নি।
ম্যাচটিতে দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৭৮ মিনিটে আলাবার আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেভিয়া। মার্কোস আকুনার ক্রস বক্সে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠান অস্ট্রিয়ান ডিফেন্ডার। স্বাগতিকদের আনন্দ যদিও বেশিক্ষণ থাকেনি। চার মিনিট পরই সমতা ফেরান কারভাহাল। ডান দিক থেকে ক্রুসের ফ্রি-কিকে হেডে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার।
এই ড্রয়ের পরও ১০ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিরোনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে বার্সেলোনা।
এদিকে সেভিয়া অবশ্য বর্ণবাদী ও বিদ্বেষমূলক আচরণের জন্য একজন সমর্থককে বহিষ্কৃতও করেছে। ভিনিসিয়ুস তাৎক্ষণিক পদক্ষেপের জন্য ক্লাবটিকে ধন্যবাদ জানালেও আরও একটি ঘটনার উল্লেখ করেছেন তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা একজনের ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বানরের মতো অঙ্গভঙ্গি করছেন তিনি। ভিনিসিয়ুস সেই ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স তথা সাবেক টুইটারে শেয়ার করেছেন। তখনই তিনি জানান, এক বাচ্চাকেও বর্ণবাদী আচরণ করতে দেখেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, এক কিশোরী ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বানরের মতো অঙ্গভঙ্গি করতে।
শুধু বর্ণবাদী আচরণই নয় রেফারিং নিয়েও ক্ষুব্ধ ছিল লস ব্লাঙ্কোস। শুরুর দিকে দুটি গোল বাতিল হয়েছে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে। তার পর ৭৪ মিনিটে ডেভিড আলাবার আত্মঘাতী গোলে ১-০ গোলে পিছিয়ে পড়ে তারা। ৭৮ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান দানি কারভাহাল।