ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেৎস্ক শহরের শেষ সংযোগ সেতুটিও ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। আঞ্চলিক গবর্নর সেরগি গাইদাই বলেছেন, শহরের প্রায় ৮০ শতাংশ এখন রুশদের নিয়ন্ত্রণে। গাইদাই বলেন, তিনটি সেতু ধ্বংস হয়ে যাওয়ায় শহরটি এখন কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। খবর রয়টার্স ও বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে থাকা বেসামরিক লোকজন আটকা পড়েছেন। শেষ সেতুটিও ধ্বংস হয়ে যাওয়ায় মানবিক সহায়তা পৌঁছানোও অসম্ভব হয়ে পড়ল বলে জানিয়েছেন তিনি।

ইউক্রেনের এক কর্মকর্তা বলেন, নদী পার হয়ে শহর থেকে ইউক্রেনীয়দের সরে আসার আর কোন পথ খোলা নেই। সেভেরোদোনেৎস্ক রক্ষায় পশ্চিমা ভারি অস্ত্রশস্ত্রের জন্য জরুরী ভিত্তিতে আহ্বান জানিয়ে আসছে ইউক্রেন। কিয়েভ বলছে, পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের জন্য লড়াই এবং যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণে শহরটি রক্ষা করা গুরুত্বপূর্ণ। লুহানস্ক ও দোনেৎস্ক প্রদেশের সমন্বয়ে দনবাস অঞ্চল গঠিত। রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা এই অঞ্চল নিজেদের দাবি করে আসছে।

এদিকে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অংশে গোলার আঘাতে অন্তত পাঁচজন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে সোমবারের এ হতাহতের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ বিচ্ছিন্নতাবাদীদের। বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তারা ও রুশ বার্তা সংস্থাগুলো বেশ কয়েকটি ইউক্রেনীয় গোলাবর্ষণের খবর দিয়েছে, এসব গোলার কয়েকটি একটি বাজারে আঘাত হেনেছে। পরে রুশ বার্তা সংস্থাগুলো জানায়, দোনেৎস্ক শহরের এক মাতৃসদনে একটি গোলা এসে পড়ার পর আগুন ধরে যায়, কর্মীরা তড়িঘড়ি করে রোগীদের হাসপাতালের বেজমেন্টে নিয়ে যায়।