আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সব সময় প্রস্তুত থাকতে বাহিনীকে নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বুধবার (২১শে ডিসেম্বর) ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন চট্টগ্রামের বারৈয়ারহাট এলাকায় শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করে এ নির্দেশনা দেন সেনাবাহিনীর প্রধান। এ সময় সৈনিকদের মনোবল উন্নত রেখে আভিযানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি।
তিনি বলেন, ১৯ শে ডিসেম্বর থেকে শীতকালীন প্রশিক্ষণের উদ্দেশ্যে সারাদেশে স্ব স্ব দায়িত্ব পূর্ণ এলাকায় মোতায়েন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সব ফরমেশন। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদির কৌশলগত ব্যবহারও এবারের শীতকালীন প্রশিক্ষণে পরীক্ষা করা হচ্ছে।
কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে সেনাবাহিনীর প্রতিটি সদস্যের পেশাগত উৎকর্ষ সাধনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিকভাবে একটি বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সেনাপ্রধান জানান, শীতকালীন প্রশিক্ষণের পাশাপাশি সেনাবাহিনীর ফরমেশনসমূহ স্ব স্ব দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবাদান ও ওষুধ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করবে। এছাড়াও বিভিন্ন এলাকায় গবাদিপশুর বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ প্রদান ও ওষুধ বিতরণ করা হবে।
পরে, জনসেবামূলক কাজের অংশ হিসেবে মীরসরাইয়ের হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর এমন সহায়তা পেয়ে খুশি স্থানীয়রা।