প্রায় ৯ মাস বন্ধ থাকার পর আগামীকাল শনিবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে প্রবালদ্বীপ সেন্টমার্টিন। তবে পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নভেম্বর মাসে শুধুমাত্র দিনে গিয়ে দিনে ফেরার শর্তে দ্বীপ ভ্রমণের সুযোগ থাকবে।
এরই মধ্যে কক্সবাজার থেকে সেন্টমার্টিনে যাতায়াতের জন্য নির্ধারিত ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ও ‘বার-আউলিয়া’ জাহাজ দুটি চলাচল থেকে সরে দাঁড়িয়েছে।
সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, ট্যুরিজম বোর্ডের সফটওয়্যার চালু না হওয়া এবং দিনে গিয়ে দিনে ফেরার শর্তে পর্যটক পাওয়া যায়নি। কোন টিকেট বিক্রি না হওয়ায় আপাতত কোনো জাহাজ ছাড়বে না। কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাট ছাড়া বিকল্প ইনানী নৌ বাহিনী ঘাট থেকেও জাহাজ ছাড়ার সুযোগ না থাকায় কোনো জাহাজ যাচ্ছে না সেন্টমার্টিন।
তবে ডিসেম্বর ও জানুয়ারি থেকে পূর্ণাঙ্গভাবে জাহাজ চলাচলের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।












