সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি হোটেলে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, তারা হোটেলটিতে প্রবেশের আগে গুলি চালায়।
একটি বিবৃতিতে আল শাবাব জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়, তারা সবাইকে গুলি করছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, দ্য হায়াত নামের হোটেলটিতে সরকারি কর্মকর্তারা বৈঠক করেন।
পুলিশ বলছে, হামলাকারীরা হোটেলে ঢোকার আগে দু’টি বোমার বিস্ফোরণ ঘটায় এবং এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।
হামলা শুরু হওয়ার ঘণ্টাখানেক পর দুর্বৃত্তরা হোটেল হায়াতের উপরের তলায় লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
হোটেল থেকে ডজনের বেশি অতিথি ও কর্মীকে উদ্ধার করেছে পুলিশের বিশেষ ইউনিট। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হোটেলটি থেকে ধোঁয়া বের হচ্ছে।
উল্লেখ্য, আল শাবাব আল কায়েদার সাথে যুক্ত একটি জঙ্গিগোষ্ঠী। তাদের সাথে সোমালিয়া সরকারের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে।