এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে। গঠন করা হয়েছে ৫ সদস্যের নতুন পর্ষদ। রোববার (২৫শে আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক আদেশে এই ঘোষণা দেয়া হয়। এরআগে, গত বৃহস্পতিবার (২২ আগস্ট) এস আলম গ্র“পের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পর্যদ ভেঙে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছিলো।
প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ধারা ৪৭ এর উপ-ধারা (১) এবং ধারা ৪৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে। একইসঙ্গে আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত করতে ও জনস্বার্থে নতুনভাবে পরিচালনা পর্ষদ গঠন করা হলো।
নতুন পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উদ্যোক্তা শেয়ারহোল্ডার মেজর (অব.) ডা. মো. রেজাউল হককে। এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. আনোয়ার হোসেন।
এর আগে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করে পর্ষদ ভেঙে দিতে গত ২২ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। ব্যাংকটির উদ্যোক্তাদের পক্ষ থেকে গভর্নর বরাবর পাঠানো চিঠিতে ব্যাংকটির বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। ওই চিঠিতে সই করেন ২০১৭ সালে জোর করে বাদ দেওয়া চেয়ারম্যান মেজর (অব.) ডা. রেজাউল হক, ওই সময়ের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনিসুল হক ও তখনকার অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান।