দীর্ঘ সাত বছর পর সৌদি আরবে আবারও দূতাবাস চালু করছে ইরান। আজ (মঙ্গলবার) রাজধানী রিয়াদে নতুন করে ইরানের দূতাবাস চালু করা হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রিয়াদের একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, সৌদি আরবে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের উপস্থিতিতে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ইরানি দূতাবাস উদ্বোধন করা হবে। তবে তেহরানে সৌদি আরব কাকে রাষ্ট্রদূত নিযুক্ত করবে এ বিষয়ে এখনও কোনও তথ্য জানায়নি। এর আগে ইরান গত মাসে রিয়াদে সৌদি রাষ্ট্রদূত হিসেবে এনায়াতির নাম ঘোষণা করে।

দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী গত ১০ই মার্চ চীনের মধ্যস্থতায় পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের এক চুক্তিতে স্বাক্ষর করে।

উল্লেখ্য সৌদি আরব ২০১৬ সালে শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর ইরানে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শিয়া এই নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে তেহরানে সৌদি দূতাবাস ও উত্তর পশ্চিমাঞ্চলীয় মাশাদ শহরে সৌদি কনস্যুলেটে হামলা চালায় ইরানের ক্ষুব্ধ জনতা। ওই ঘটনার পর ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।