যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেড়ে যাওয়ায় দেশটির ওহাইও রাজ্য নতুন করে একটি আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। আইনে যেখানে স্কুলের শিক্ষক ও অন্য কর্মীরা ২৪ ঘণ্টা প্রশিক্ষণ শেষ করার পর স্কুলে বন্দুক রাখতে পারবে। মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানায়, রাজ্যের শিক্ষক ইউনিয়ন ও প্রধান পুলিশ কর্মকর্তাসহ এই আইনের বিরোধীরা বলছেন, এটি শিশুদের জন্য স্কুলগুলোকে আরও বিপজ্জনক করবে।

টেক্সাসের স্কুলে এআর-১৫ রাইফেলের হামলার ১০ দিন পরই নতুন এই আইনের বিল চূড়ান্ত করা হয়। সেই হামলায় ১৯ জন ছাত্র ও দুজন শিক্ষক নিহত হন।

বিলটি এই সপ্তাহে রিপাবলিকান-নিয়ন্ত্রিত ওহাইও সাধারণ পরিষদে পাস হয়েছে। ওহাইওর গভর্নর মাইক ডিওয়াইন এই আইনে স্বাক্ষর করবেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিতে বন্দুক-সহিংসতা রোধে আইন পাস করার জন্য আইন প্রণেতাদের আহ্বান জানিয়েছেন।

জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক আবেগঘন বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।

বন্দুক ইস্যুতে বাইডেন বেশ কয়েকটি আইনের প্রস্তাব করেছিলেন, যার মধ্যে রয়েছে হামলায় ব্যবহার হতে পারে এমন অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা। আর বন্দুক নির্মাতাদের সুরক্ষা আইন অপসারণেরও আহ্বান জানান তিনি।

এ ছাড়া উচ্চক্ষমতাসম্পন্ন ম্যাগাজিনে সীমা আরোপ করার বিষয়েও মত দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

তিনি বক্তৃতায় বলেন, যে শিশুদের আমরা হারিয়েছি তাদের জন্য, যে শিশুদের আমরা বাঁচাতে পারি তাদের জন্য, যে দেশকে আমরা ভালোবাসি তার জন্য চলুন সময়ের সঙ্গে সাক্ষাৎ করি। এখনই সময় পদক্ষেপ নেয়ার।

বাইডেন তার বক্তৃতায় বলছেন, যথেষ্ট হয়েছে। যুক্তরাষ্ট্র হত্যাক্ষেত্র হয়ে গেছে।

যদিও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ) বলছে, প্রেসিডেন্টের প্রস্তাব প্রকৃত সমাধান নয়।