হত্যার শিকার হলেন ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুই ওতার স্ত্রী ভাহিদিয়া মোহাদ্দিফা। তারা দুজনে ঘাতকদের ছুরিকাঘাতে খুন হয়েছে বলে ‘ডেট লাইন’ নামের একটি শোবিজভিত্তিক নিউজ পোট্রালের খবরে জানা গেছে। রবিবার (১৫ অক্টোবর) নিজগৃহে খুন হন তারা। ধারণা করা হচ্ছে, এটি গুপ্তহত্যা। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এটা এখনো জানা যায়নি। খবর ডেড লাইন।
প্রতিবেদন অনুসারে, পরিচালকের মেয়ে মুনা মেহেরজুই শনিবার সন্ধ্যায় বাড়ি গেলে তাদের মৃত অবস্থায় দেখতে পান। দুজনের গলায় ছুরির আঘাত দেখতে পান তিনি। রহস্য উদঘাটন প্রশাসন তদন্ত করছে এবং খুনের উদ্দেশ্য নিয়ে এখনো কোনো অনুমান করা যায়নি। কয়েক সপ্তাহ ধরেই মোহাদ্দিফা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করে আসছিলেন যে তাকে ছুরিকাঘাতের হুমকি দেয়া হচ্ছে।
ইরানের সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রী মোহাম্মদ মেহেদি ইসমাইলি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পরিচালকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
৮৩ বছর বয়সী পরিচালক মেহেরজুই সত্তরের দশকের গোড়ার দিকে ইরানের চলচ্চিত্রে নতুন জাগরণ তৈরিতে বিরাট ভূমিকা পালন করেন। ছয় দশকের ক্যারিয়ারে তিনি অনকে আন্তর্জাতিক মানের সিনেমা তৈরি করেছেন। তিনি ১৯৯৮ সালে শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে একটি সিলভার হুগো এবং ১৯৯৩ সালের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি গোল্ডেন সিশেল, আজীবন সম্মাননাসহ অসংখ্য পুরস্কার জিতেছেন।