টালিউডের লাস্যময়ী অভিনেত্রী নুসরাত জাহান। নেট দুনিয়ায় এ অভিনেত্রী অনেকবারই ট্রলের শিকার হয়েছেন। কখনো স্বামী নিয়ে, কখনো সন্তান নিয়ে আবার কখনো ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি পোশাকের কারণে ট্রলের শিকার হলেন তিনি।
টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের ইনস্টাগ্রামে দেয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কালো রঙা ব্রা এবং ডেনিম জ্যাকেট পরে ভিডিও দিলেন নুসরত। এ ভিডিওতে ডেনিম জ্যাকেটের সঙ্গে ম্যাচিং করে প্যান্ট পরেছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নুসরাতের এ লুক দেখে যে কেউ ঘায়েল হতে বাধ্য। তবে তার এ পোষাক পড়া নিয়ে তীব্র সমালোচনা চলছে হরদম। একজন লেখেন, ‘এই নাকি দেশের সাংসদ, এরা নাকি জনপ্রতিনিধি’।
একজন লেখেন, ‘এই নাকি দেশের সাংসদ, এরা নাকি জনপ্রতিনিধি’।
অপর একজন লেখেন, ‘সংসদ ভবন তোমার জন্য ধসে যাচ্ছে, ছি’। কেউ আবার লেখেন, ‘সাংসদের নামে তুমি একটা কলঙ্ক’। শুধু পোশাক নিয়ে আক্রমণই নয়, বডি শেমিংয়ের মুখেও পড়লেন নায়িকা। একজন লেখেন, ‘শুকিয়ে গেছো তো। দড়ি হয়ে গেছো। একটু প্রোটিন খান, সঙ্গে আমিষ’।
নুসরাতের ব্যক্তিগত জীবন হামেশাই থাকে চর্চায়। গত বছর আগস্ট মাসে পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। মা হওয়ার পর চটজলদি নিজের পুরনো অবতারে ফিরে গেছেন নুসরাত। নির্মেদ শরীরে হামেশাই সোশ্যাল মিডিয়ায়‘সেক্সি’ অবতারে ধরা দেন তিনি।
আপাতত যশ ব্যস্ত নিজের ডেবিউ বলিউড ছবি ‘ইয়ারিয়াঁ ২’-এর শুটিংয়ে। অন্যদিকে যশের সঙ্গে ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’ ছবির শুটিং শেষ করে এখনও নতুন কোনও প্রোজেক্টের কাজে হাত দেননি নুসরাত। আপাতত আটকে আছে এই ছবির পোস্ট প্রোডাকশন। প্রযোজক এনা সাহার কাছ থেকে এই ছবি কিনে নিতে চান যশ। ইতিমধ্যেই নুসরাতের মারফত সেই প্রস্তাব দিয়েছেন নায়ক।