পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিকেলে ফোর্ট লডারডেল নির্বাহী বিমানবন্দরে পৌঁছান ইন্টার মিয়ামির নতুন এই খেলোয়াড়। আগামী রোববার বিশ্বকাপজয়ী তারকাকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ইন্টার মিয়ামি। অভিষেক হতে পারে এ মাসেই।
মিয়ামির সঙ্গে কত বছরের চুক্তি করবেন তা এখনও জানানো হয়নি মেসি বা ক্লাবটির পক্ষ থেকে, দুই বছরের চুক্তি করতে পারেন ৩৬ বর্ষী কিংবদন্তি। আগামী ২১ জুলাই লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মেজর লিগ সকারে অভিষেক হবে মেসির। ১৬ জুলাই মিয়ামির মাঠে দেখা যাবে তাকে।
বিশ্বজয়ী মেসিকে বরণ করতে ক্লাবটির পাশের বিল্ডিংয়ে মহাতারকার বিশাল ম্যুরাল আঁকা হয়েছে। যেখানে শেষ মুহূর্তে চিত্রকরকে সহযোগিতা করতে দেখা যায় ক্লাবটির মালিক পক্ষের একজন স্বয়ং ডেভিড বেকহ্যামকেই! সেই ভিডিও পোস্ট করেছিলেন বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম।
ইউরোপিয়ান ফুটবলের অধ্যায় শেষ করে মিয়ামিতে যাওয়ার ঘোষণার দেয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের ফুটবলে শুরু হয়েছে নতুন মেসিময় উন্মাদনা। সর্বকালের সেরাদের একজনকে বরণ করে নিতে আয়োজনের কমতি রাখছে না ক্লাবটিতে।