স্পেনের ভ্যালেন্সিয়া শহরের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন ১৪ জন। এখন শিশুসহ অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে নগরীর কাম্পানা এলাকায় ১৪তলা ওই ভবনটিতে আগুন লাগে। দ্রুত তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এ সময় বাসিন্দারা ভবনের বারান্দা থেকে সাহায্য চেয়ে চিৎকার করছে। অগ্নিনির্বাপক কর্মীরা ওই আবাসিক ভবেনের বারান্দা থেকে লোকদের উদ্ধার করে।

অগ্নিকাণ্ডের শিকার এই ভবনটিতে ১৩৮টি ফ্ল্যাট রয়েছে এবং এতে ৪৫০ জন বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো

এদিকে, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীদেরও প্রশংসা করেছেন তিনি।